September 14, 2024, 10:58 am

তানিয়ার প্রধান হত্যাকারী “শাহপরান গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি: গত ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী নতুন আইল এলাকায় জনৈক শফিকুল ইসলামের বাড়ির সামনে বাড়ির ভাড়াটিয়া তানিয়া (২৩) নামক এক তরুণীর গলাকাটা লাশ পাওয়া যায়। নিহত তানিয়া (২৩) বড়গুনা আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শাহপরান রুবেল(৪০) ও অ‘াতনামা ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ৩৩, তারিখঃ ১৫ ডিসেম্বর ২০২১। এই ঘটনা জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
উল্লে¬খিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর ২০২১ তারিখে র‌্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন খানপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ও নৃশংস তানিয়া (২৩) হত্যা মামলার হত্যাকারী শাহপরাণ রুবেল (৪০), পিতা- মোঃ আবুল খায়ের, গ্রাম-পাঠানটুলী নতুন আইলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হত্যাকারী শাহপরাণ রুবেল(৪০) দীঘদিন যাবৎ পাঠানটুলী এলাকায় বসবাস করে আসছে এবং ভিকটিম তানিয়া (২৩) একই এলাকায় বসবাস করত। ভিকটিম তানিয়ার প্রতি আগে থেকেই আসমী রুবেল এর কুদৃষ্টি ছিল। উল্লেখ্য যে আসামী রুবেল এর একাধিক স্ত্রী রয়েছে ও পরনারীতে আসক্ত। সে পূর্বে ভিকটিম তানিয়ার পিতার নিকট তানিয়াকে বিবাহের প্রস্তাব দেয় যা ভিকটিম তানিয়ার বাবা প্রত্যাখান করে। এর পরও সে মাঝে মধ্যেই ভিকটিম তানিয়াকে উত্যক্ত করে আসছিল। গত ১৪ ডিসেম্বর ২০২১ তারিখে রাত আনুমানিক ০৮ ঘটিকায় সে ভিকটিমকে বাসায় একা পেয়ে অনধিকার প্রবেশপূর্বক জোর করে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম তাতে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিমের বাসায় থাকা একটি ছুরি দিয়ে ভিকটিমের পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। অতপর শাহপরান রুবেল (৪০) উক্ত অপকর্ম ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ভিকটিম তানিয়ার গলাকেটে মৃত্যু নিশ্চিত করে।

হত্যাকারী শাহপারান রুবেল (৪০) একজন দুশ্চরিত্রের অধিকারী ব্যক্তি। তার বিরুদ্ধে এলাকায় একাধিক যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা