শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) : যশোরের কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর (শুক্রবার) রাতে কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার মন্ডল ও আবুল হাসান এর নেতৃত্বে একটি চৌকস টিম রুপদিয়া এলাকায় লুৎফর হোটেলের ভিতর হতে একটি সচল বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো কোতয়ালী মডেল থানার সিটি কলেজ পাড়া গ্রামের মৃত খন্দকার কবিরের ছেলে আব্দুল্লাহ আল মামুন রাজ (৩৬) ও চাউলিয়া পূর্বপাড়ার মৃত মুনসুর আলী খন্দকারের ছেলে শাহীন আলম (৩১)।
এ ব্যাপারে যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।