January 23, 2025, 11:30 am

মতলব উত্তরে শিল্পপতি মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগে মাদ্রাসা ও শীতার্তদের কম্বল বিতরণ

মমিনুল ইসলাম:-মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিমের নিজ উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার সকালে ৩নং ওয়ার্ডের কলাকান্দা গ্রামে ও বিকালে ১নং ওয়ার্ডের সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিম। ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোঃ মিঠু পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মালেক খান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক ঢালী, সমাজসেবক খোকা ভুইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ উল্লা সরকার প্রমুখ। এসময় ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ।
এসময় মাহবুবুর রহমান সেলিম বলেন, আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো ভাতিজা। তাই আপনাদের মাঝে আমি থাকতে চাই। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিবেন। তিনি আরও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে আমি একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করি দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন। তাহলে আমার বিশ্বাস আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। সেলিম বলেন, আমি আমার সাধ্যমতো জনসেবা করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনে আরো বেশি করে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
পরে বিকালে ১নং ওয়ার্ডের অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। ছেঙ্গারচর পৌরসভা ভবনের সামনে কম্বল বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে আন নূর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ মাহবুবুর রহমান সেলিম। কম্বল পেয়ে মাদ্রাসা ছাত্ররা আনন্দ প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা