September 7, 2024, 11:21 am

বিজয়ের মাসে ব্যাতিক্রম জন্ম নেয়া শিশুর নাম রাখলেন মতলব পৌরসভার মেয়র

আব্দুল মান্নান খানঃমতলবে প্রসব বেদনা নিয়ে ইজিবাইক যোগে উপজেলা সদর হাসপাতালে আসছিলো এক মা। পতিমধ্যে পৌরসভার সামনে এলেই ওই মায়ের কোল জুড়ে আসে পুত্র সন্তান। বিজয়ের মাসে ব্যাতিক্রম জন্ম নেয়া ওই শিশুর নাম বিজয় রেখে দিলেন পৌর মেয়র।
জানাযায়, বৃহস্পতিবার দুপুরে মতলব পৌরসভার সামনে পুত্র সন্তান প্রসব করা মা উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলিয়ারা গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী। ওই সময় ব্যবহৃত গাড়ীটি পর্দায় ঢেকে দিয়ে সাথে থাকা মহিলাগন ওই মায়ের ডেলিভারী কাজ সমাধা করেন।
পরে মেয়রের সহযোগিতায় মা ও নবজাতক কে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবজাতকের বাবা মায়ের সম্মতিতে বিজয়ের মাসে শিশুটি জন্ম নেওয়ায় ওই শিশুর নাম রাখা হয় বিজয় ।
এছাড়াও মায়ের চিকিৎসা সেবার সাথে উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন পৌর কর্তৃপক্ষ।
মতলব দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাওছার হিমেল বলেন,
আমি বিষয়টি আমি জেনেছি। মা ও নবজাতক চিকিৎসাধীন আছে এবং ভালো আছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা