রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে সিপিসি-১ র্যাব-১ উত্তরা ঢাকা এর সদস্যরা। মঙ্গলবার রাতে কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মাইলজানি পশ্চিমপাড়া এলাকার বকুল মিয়ার ছেলে হিটু মিয়া (৪০), ভোলা জেলার বোরহানউদ্দিন থানা বাংলাবাজার এলাকারআব্দুল লতিফ মৃধার ছেলে রিপন মৃধা (২৯), ঝালকাঠি জেলার রাজাপুর থানার তারাবুনিয়া এলাকার এছলাম আলীর ছেলে ফরহাদ আলী (৫৮), পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার বালিপাড়া এলাকার আনছার শেখের ছেলে লিটন শেখ (৩৮), মাদারপিুর জেরার মিবচর থানার নিলক্ষী এলাকার মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে স্বপন শেখ (২৭), চাদপুর জেলার মতলব উত্তর থানার ষাটনল এলাকার মৃত নুর ইসলাম ব্যাপারীর ছেলে জাকির ব্যাপারী, বরিশাল জেলার গৌরনদী থানার জঙ্গলপট্টি এলাকারছাদম খানের ছেলে জলিল খান (৪০), গাজীপুর জেলার কাপাশিয়া থানার উলুসারা এলাকারগোপাল চন্দ্র দাসের ছেলে লক্ষন চন্দ্র দাস, ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার বনগাঁও এলাকার অনিল চন্দ্রসূত্রধরের ছেলে শ্রী ।জিত চন্দ্র সূত্রধর (২৭) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মুশুরিয়া এলাকার আব্দুস সালাম মাঝির ছেলে ইফতিয়ার হোসেন (৪৭)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাবের জেসিও নায়েব সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ র্যাব-১ উত্তরা ঢাকা এর গোয়েন্দা দল জানতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাশে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবে নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস ঢাকা মেট্রো চ- ৫৩-৫৬৮৯ জব্দসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ ডাকাতকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান,২ রাউন্ড কার্তুজ২ টি দেশীয় পাইপগান, ১টি হেমার, ৩টি ছোড়া, ১টি হাতুরী, ১০ টি মোবাইল সেট ও নগদ ৩১ হাজার টাকাসহ ডাকাতদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।###