আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধিঃমতলব দক্ষিণ থানাপুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানা মুলে দুই আসামিকে আটক করেছে।গত ২২ডিসেম্বর আটক দুই আসামির নাম সুমন ও মোখলেছুর রহমান জাহাঙ্গীর।
জানাযায়, মতলব দক্ষিণ থানাপুলিশের এএসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নাগদা এলাকায় জিআর ১০০/২১এর গ্রেফতারি পরোয়ানামুলে মোখলেছুর রহমান জাহাঙ্গীর(২৫) ও এএসআই তরুন কান্তি চাকমা সঙ্গীয় ফোর্সসহ পৌরএলাকার চরমুকুন্দি হতে জি-আর ৬১/২১এর গ্রেফতারি পরোয়ানামুলে সুমন (৩৩) কে আটক করেন।
পরে আটক ঐদুই আসামিকে আদালতে পাঠানো হয।