সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র ফতুল্লায় অভিযান। গত রোববার রাতে ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। গতকাল রোববার ধৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের পূর্বক হস্থান্তর করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে নাদিম (২২), ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), মোঃ রুবেল (২৮), মোঃ বোরহান (৩১), মোঃ আমীর হোসেন (২৮) ও মোঃ আরিফ (৩০)কে গ্রেফতার করা হয়। বাকী দুইজন অপ্রাপ্ত বয়স্ক। এসময় তাদের কাছ থেকে চারটি ছুরি, একটি খেলনা পিস্তল, একটি মুখোশ, ষোলটি মোবাইল, বারটি ফেক ফেসবুক আইডি ও নগদ ২৮’হাজার ৩’শ ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে র্যাব-১১ এর উপপরিচালক মেজর মো: হাসান শাহরিয়ার সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করে জানান, আটকরা নারী নামে ফেসবুকে ভুয়া আইডি খোলে যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লীল ছবি ও ভিডিও পাঠাতো। কলগার্ল সার্ভিস দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ অর্থ, ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিত। কখনো অপহরণ করে ভূক্তভোগীর নিকটাত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করতো। ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।####