আব্দুল মান্নান খা,মতলব প্রতিনিধি: সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং তৃতীয় নয়ন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন তথ্য জনগণের সামনে তুলে ধরার কারণে একে দর্পণ বলা হয়। পুলিশ বাহিনী ও সাংবাদিকতার পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাজের ধরন কাছাকাছি। পুলিশ কোন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনে। অপরদিকে সংবাদকর্মীরা তদন্ত করে ঘটনার প্রকৃত বিবরণ জনগণের সামনে তুলে ধরে।
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫ বছর পূর্তি এবং ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত।
সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় মতলব প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন। দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি সমীর ভট্টাচার্য বলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা এবং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন।
আরো বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, মতলব রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোবহান ফারুক, মতলব প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, সদস্য আশরাফুল জাহান শাওলিন প্রমুখ। আলোচনা সভায় চলাকালীন সময়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কোষাধক্ষ্য পলাশ রায়, সদস্য লোকমান হাবিব, আবু সায়েম মাস্টার, খোরশেদ আলম, সাংবাদিক কবির মজুমদারসহ পত্রিকার পাঠক ও শুভানুধ্যায়ীগণ।
ক্যাপশন মতলব দক্ষিণে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত।