September 20, 2024, 11:52 pm

কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে চিরতরে বহিষ্কার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। দলীয় মনোনীত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করে ও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ে দলীয় ও সাংগাঠনিক পদ থেকে তাদেরকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চিরতরে বহিষ্কারের এই তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম সুজন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম মুনজুর রহমান, গৌরিঘোনা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মাসুদুর রহমান ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উত্তম ঘোষ।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতীকের বিরুদ্ধে ও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় সকল কার্যক্রম ও সাংগাঠনিক পদ থেকে ১০ জনকে চিরতরে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারী কেশবপুর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। নির্বাচনে ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা