শামীম আখতার,বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ১টি বিদেশি পিস্তল ও ৩টি বার্মিজ চাকুসহ ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধা রাতে বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর টু বুশতলাগামী পাঁকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক-নির্দেশনায় ডিবি’র ওসি রুপণ কুমার সরকার পিপিএম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহিনুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শামীম হোসেন, সাদ্দাম হোসেন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, আজাহারুল ইসলাম এর সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানার উত্তর কাগজপুকুর টু বুশতলাগামী পাঁকা রাস্তার উপর (জনৈক আব্দুল এর ধানী জমির উত্তর পার্শ্বে) হতে ৪ শীর্ষ সন্ত্রাসীকে ৩ টা বার্মিজ চাকু ও একটি আগ্নেয়াস্ত্র বিদেশি সচল পিস্তল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসীরা হলেন শার্শা থানার পান্থপাড়া গ্রামের বাবুর দুই ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) এবং বেনাপোল থানার বড় আঁচড়া গ্রামের আজগর আলীর ছেলে নূরনবী (২২)।
এ সংক্রান্তে ডিবি পুলিশ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় দ্যা আর্মস্ এ্যাক্টস, ১৮৭৮ সনের ১৯এ/১৯(এফ) ধারায় মামলা করেছেন। যার মামলা নং- ১৬।
গ্রেফতারকৃত আসামীরা সন্ত্রাসীমূলক কার্যক্রম করার জন্যে আগ্নেয়াস্ত্র বিদেশি সচল পিস্তল ও চাকু রেখেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।
যশোর জেলার গোয়েন্দা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।