September 10, 2024, 10:24 am

শ্রীনগর হতে পৃথক অভিযানে ভয়ংকর মাদক আইস ও ১০,৬২৩ পিস ইয়াবাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ।

প্রেস বিজ্ঞপ্তি :অদ্য ১৭ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৭:১৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দামলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ রিপন (৩৫), ২। সাহিদা (২৬) ও ৩। মোঃ লিটন (৩০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া অদ্য তারিখ আনুমানিক সকাল ০৭:৩৫ ঘটিকায় উক্ত আভিযানিক দল একই এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৬৮,৯০০/- (তিন লক্ষ আটষট্টি হাজার নয়শত) টাকা মূল্যের ১০.৫৪ গ্রাম ভয়ংকর মাদক আইস ও ২৯,৭৬,৯০০/- (উনত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার নয়শত) টাকা মূল্যের ৯৯২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মাজেদা বেগম (৩৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগরসহ মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় ভয়ংকর মাদক আইস ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা