প্রেস বিজ্ঞপ্তি :গত ১৩/১২/২০২১ ইং তারিখ বাদী দায়ের করা একটি অভিযোগ তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে ১৬/১২/২০২১ ইং তারিখ র্যাব-৪ এর একটি অভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ টি মোবাইল, ০১ টি ক্যামেরা ষ্ট্যান্ড, ০২ টি লাইট ষ্ট্যান্ড, ০১ টি মাউথ ষ্ট্যান্ড, ০১ টি লাইট প্রফেশনাল, ০১ টি রাউটার, ০২ টি মাউথ পিস, ০১ টি ভিডিও ছাতা, ০৩ টি পর্দা এবং ১০০ টি ভিজিটিং কার্ডসহ সাইবার ক্রাইম এর নিম্নোক্ত ০১ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয় ঃ
(ক) মোঃ আফছার আহমেদ (২১), জেলা-ময়মনসিংহ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নাম-ঠিকানা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী পূর্বে গাড়ীর ড্রাইভার ছিল। বর্তমানে সে একজন ইউটিউবার। টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের নিকট হতে ভিডিও সংগ্রহ করে তার অংশ বিশেষ নিজের ইউটিউব চ্যানেল (BD The Best) পোষ্ট করে থাকে। এছাড়াও ধৃত আসামী গুগল ও ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হতে বিভিন্ন ছবি ও ভিডিও ডাউনলোড করে তা এডিটিং করে এবং ভিডিওর শুরুতে এবং মাঝে বিভিন্ন প্রকার আপত্তিকর ছবি/ভিডিও সংযোজন করে নিজের ইউটিউব চ্যানেল (BD The Best) এ প্রচার করে থাকে। ধৃত আসামী টাকার বিনিময়ে বিভিন্ন লোকজনের পাঠানো ভিডিও এডিটিং করে ভিডিওর মাঝে পর্ণ ছবি/ভিডিও সংযোজন করে। ধৃত আসামী বিভিন্ন প্রাবাসী মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং পরবর্তীতে ভিডিও কলে উক্ত মেয়েদের সাথে কথা বলে। কথা বলার একপর্যায়ে মেয়েদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে তাদের বিবস্ত্র অবস্থায় ভিডিও কলে কথা বলতে বলে। নিরুপায় হয়ে তার ফাদে পা দিয়ে তার সাথে বিবস্ত্র অবস্থায় কথা বলে আসামী উক্ত সুযোগটি কাজে লাগিয়ে বিবস্ত্র থাকা অবস্থার ভিডিও স্ক্রীনশট দিয়ে রাখে। পরবর্তীতে মেয়েদের বিবস্ত্র স্ক্রীনশট গুলো প্রচুর ভিউ পাওয়ার জন্য তার নিজের ইউটিউব চ্যানেল (BD The Best) এর বিভিন্ন ভিডিওর থামলাইন এ ব্যবহার করে। এভাবে উক্ত আসামী দীর্ঘদিন যাবত অসৎ উদ্দেশ্য সাধন কল্পে অবৈধ উপায়ে আইন বহির্ভূত কার্যক্রম করে অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ব্যবহার করে তাতে বিভিন্ন মেয়েদের আপত্তিকর ছবি ও ভিডিও সংযোজনের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে আসছে মর্মে আসামী স্বীকার করে।
৪। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।