September 19, 2024, 7:48 am

রাজধানীর হাতিরঝিল এলাকায় মন্দিরে পবিত্র কোরআন শরীফ মূর্তির পায়ের নীচে রাখার চেষ্টাকালে আটক ০১

বুধবার সন্ধ্যায় আনুমানিক ৫.২০ ঘটিকার সময়ে রাজধানীর হাতিরঝিল এলাকায় শ্রী শ্রী গৌরঙ্গ মহা প্রভু মন্দিরে পবিত্র কোরআন শরীফ মূর্তির পায়ের নীচে রাখার চেষ্টাকালীন ০১ জনকে মন্দিরে লোকজনের সহযোগিতায় আটক করেছেন হাতিরঝিল থানার এস আই নজরুল।

আটককৃত ব‍্যাক্তি হলেন
রুবাইত বনিম(৩৫), পিতাঃ-জহুরুল ইসলাম গ্রামঃ-উদয় কাঠি।ইউনিয়নঃ-কলাখালি।জেলাঃ-পিরিজপুর সদর।পড়াশুনাঃ-বনানী ইংলিস মিডিয়াম স্কুল।কলেজ অস্ট্রেলিয়া।পেশাঃ-টিউশন।ভাইএর নামঃ-জুবায়ের রনিম।ভাইয়ের বর্তমান ঠিকানাঃ-৩৮৩/১বনশ্রী টিভি রোড।ভাইয়ের পেশাঃ-ব্যবসা।রেস্টুরেনট ১১৩/এ ঢাকা রেস্তরা। গুলশান ১। মোবাইল নং-01911348568

আটককৃত ব‍্যাক্তি মন্দিরের ভিতরের দোকানে যেখানে মন্দিরের জিনিসপত্র বিক্রি হয়, সেখানে গিয়ে প্রথমে পায়চারী করতে থাকে। কিছু সময় পায়চারী করা দেখে দোকানদার মহিলা তার কাছে জানতে চায় কিছু নেবে কি না? তখন সে বলে, আমাকে একটা দুর্গা মায়ের মুর্তি দাও। দামদর করে ৭০ টাকা দিয়ে সেটা কিনে নেয়।তারপর এদিক ওদিক তাকিয়ে পেপারে মোড়ানো কোরান শরীফ বের করে দুর্গার মূর্তির উপরে পবিত্র কোরআন শরীফ রেখে দোকানদার মহিলাকে বলে এটা মন্দিরে একটু রেখে আসো।তখন দোকান্দার মহিলা কোরান শরীফ দেখে কোন প্রকার রাজী হয়না।

এক পর্যায়ে মহিলার চিৎকার চেচামেচিতে মন্দিরের লোক জড়ো হয়ে যায়।ঠিক তখনই সে কোরআন শরীফ ও মুর্তি ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করে।তখনই দৌড়ে গিয়ে মন্দিরের লোকজন কুলাঙ্গারকে ধরে মন্দিরের পাশে কর্তব্যরত হাতীরঝিল থানার এস আই নজরুলের কাছে হস্তান্তর করে।কর্তব্য রত অফিসার আসামীকে হাতিরঝিল থানায় নিয়ে আসে। ঐ সময়ে থানায় উপস্থিত ছিলেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার। বিভিন্নভাবে আসামীকে জবান বন্দি শেষে তাকে রাত আনুমানিক ১১টার দিকে ডি বি অফিস মিন্টুরোডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের সর্বস্তরের মানুষ পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে আটক কৃত ব‍্যাক্তির সর্বোচ্চ সাজা চান। যাতে এই রকম ঘটনা আর না ঘটে।

ঘটনা স্থলে উপস্থিত ছিলেন বিডিনিউজ৯৯৯ডটকমের সিনিয়র স্টাফ রিপোর্টার রাজিয়া সুলতান তূর্ণা সহ আরো বিভিন্ন গনমাধ্যম কর্মীগন‌ ।

বর্তমানে সর্বশেষ পরিস্থিতি এখনো জানা যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা