শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোর জেলার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক এবং ৪টি বার্মিজ চাকু উদ্ধার করেছে।
গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে যশোর পৌর পার্কের মধ্যে জুবায়ের হোসেন ও সোহান হোসেন নামের ২ জন স্কুল ছাত্রকে ৩/৪ জন ছিনতাইকারী আটক করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করার চেষ্টা করে। ওই সময় জুবায়ের ও সোহান প্রতিহত করতে গেলে ছিনতাইকারীদের হাতে থাকা চাকুর আঘাতে আহত হয়।
সংবাদে ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার, পিপিএম এর নির্দেশে এসআই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাইয়া স্থানীয় জনগনের সহযোগীতায় ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে ২টি বার্মিজ চাকুসহ হাতে নাতে গ্রেফতার করে এবং জুবায়ের হোসেন ও সোহান হোসেনকে উদ্ধার করে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে কোতয়ালী থানার বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরো ২ সদস্যকে আটক করে এবং তাদের হেফাজত হইতে আরো ২টি বার্মিজ চাকু উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন যশোর শহরের ঘোপ সেন্টাল রোড এলাকার মৃত- সুরুজ খানের ছেলে মোঃ রাব্বী (১৯), খড়কী কাসারদিঘী গ্রামের মোঃ আঃ জব্বার এর ছেলে তানভীর হোসেন ইমন (১৯), বেজপাড়া গোলগোল্লা মোড় এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে রায়হান ইসলাম তুর্য্য (১৯) ও নঙ্গরপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সাকিবুর রহমান সাদী (১৯)।
ঘটনা সংক্রান্তে আহত জুবায়ের এর পিতা মোঃ মাহেব হোসেন বাদী হয়ে ১৫ ডিসেম্বর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। যার মামলা নং- ৩৩।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাং ছিনতাইকারী চক্রের সদস্য। তারা যশোর শহর ও শহরতলীতে বিভিন্ন জায়গায় ছিনতাই সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করে থাকে।
যশোর জেলার গোয়েন্দা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।