January 16, 2025, 1:49 am

মহেশপুর ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের মহেশপুরে ১৫৫ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেন মহেশপুর থানা পুলিশ। সোমবার রাতে দত্তনগর চৌরাস্তার বিটের উপর থেকে ট্রাকসহ দুইজন মাদক ব্যবসায়িকে আটক করেন দত্তনগর পুলিশ ক্যাম্প। আটককৃত মহসিন আলি ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের আইনাল হকের ছেলে ও নয়ন হোসেন ঝিনাইদহের কোঁটচাদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের রওশন আলির ছেলে। আটককৃত ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো-ট-১৩-৮২২১। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম জানান, জিন্নাহনগর, গুড়দহ সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে, এসআই সুব্রত ও আইসি দত্তনগর সাগর সিকদার সহ সংগীয় ফোর্স নিয়ে দত্তনগর পুলিশ ক্যাম্প সংলগ্ন বিটে একটি ট্রাক তল্লাশী চালিয়ে ১৫৫ বোতল ফেনসিডিল সহ আসামিদ্বয়কে আটক করাহয়।আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা