November 6, 2024, 3:24 pm

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করেন এমপি-শাহীন চাকলাদার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। (১৪ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (যুদ্ধ ভাসান পাদদেশ) মোমবাতি প্রজ্জ্বলন করেন প্রধান অতিথি হিসেবে যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান হাবিব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পৌর কাউন্সিলর ইবাদত সিদ্দিকী বিপুল, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মাওলানা রবিউল ইসলাম।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা