October 8, 2024, 6:58 pm

অবৈধভাবে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি সহ ১ নারী গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে অবৈধভাবে আমদানী শুল্ক ফাঁকি দেওয়া ৩৪ পিচ ভারতীয় শাড়িসহ ১ নারীকে গ্রেফতার করেছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে ফুলতলা থানা এলাকা হতে ওই নারীকে গ্রেফতার করা হয়।

খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অন্যান্য অভিযান পরিচালনা করাকালে অবৈধভাবে আমদানী শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ী বিক্রয়ের কথা জানতে পেরে ১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ আইয়ুব আলী এর নাফিস ট্রেডার্স এন্ড স’মিল এর সামনে খুলনা টু যশোরগামী মহাসড়কের উপর থেকে মোছাঃ মিনারা বেগম (৫০) কে গ্রেফতার করে। ওই সময় তার হেফাজতে থাকা সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার মধ্যে অবৈধভাবে আমদানী শুল্ক ফাঁকি দেওয়া ৩৪ পিছ ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। সে খুলনা খালিশপুর কেএমপি থানার গোয়ালখালী গ্রামের মোঃ ইয়ার আলী মোল্যার স্ত্রী।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে জব্দতালিকা মূলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি এর (১) (বি) ধারায় ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫।

খুলনা জেলার গোয়েন্দা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা