September 19, 2024, 6:59 am

মতলব দক্ষিণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আব্দুল মান্নান খান, মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া, রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোটাঃ আফরোজা খাতুন, মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার বশির উল্যাহ সরকার, শিক্ষা অফিসার নাজমুন নাহার। আলোচনা সভায় মূল পবন্ধ পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান। সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক নীরবতা পালন করা হয়। এ সময়উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা