র্যাব-১১ এর অভিযানে বিভিন্ন সময় সাইনবোর্ড থেকে চাঁদাবাজরা গ্রেফতার হলেও অধরা চাঁদাবাজদের মূল হোতা মাসুদ। জানাযায় গত এক বছর আগে র্যাব-১১ এর হাতে গ্রেফতার হয় মাসুদ কয়েক দিন জেল খেটে এসে আরো ব্যাপোরোয়া হয়ে উঠে চাঁদাবাজ মাসুদ।
সরকারি জায়গা দখল করে দোকান উঠিয়ে ভাড়া দেয়া,অবৈধ ভাবে বিদ্যুৎ লাইন দেয়া।সি এন জি থেকে মাসিক ও দৈনিক চাঁদাবাজি করা বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করে যাচ্ছে মাসুদ, বাহিনি মাসুদের চাঁদাবাজির হাত থেকে বাঁচতে র্যাব-১১ সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবহনের মালিক, ড্রাইভার হেল্পাররা।
বিস্তারিত জানতে চোখ রাখুন আগামীর সংখ্যায়।