নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ দূরপাল্লার মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাদকসেবী ৫ যাত্রীকে আটক করেছে। এ সময় ওই মাইক্রোবাস থেকে দেড় লিটার বিদেশী মদ উদ্ধার করে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ কেরামত আলীর নেতৃত্বে এসআই ফিরোজ আহমেদ ও ফরিদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স এএসআই ফরিদুল ইসলাম, নায়েক রবিউল ইসলাম, কনস্টেবল ফারুক হোসেন, আব্দুল মজিদ, ফরহাদ হোসেন, মাসুম সরকার ও সুরুজ আহমেদ মহাসড়কে মাইক্রোবাসে তল্লাশী চালায়। এসময় ঢাকা থেকে খুলনাগামী মাইক্রোবাস থেকে দেড় লিটার মদ উদ্ধার করে ও ডোপ টেস্ট করে ঢাকার শিল্পাঞ্চল থানাধীন ইকবাল কাজী, তেজগাঁও এর শাহ আলম, নোয়াখালী সদরের বাবলু সেখ, বরগুনা বেতাগীর ইউসুফ আলী ও পটুয়াখালী সদরের আব্দুর রশিদ শিকদারকে আটক করে। পুলিশ মাইক্রোবাসটিও জব্দ করে।
থানার অফিসার ইনচার্জ কেরামত আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।