প্রেস বিজ্ঞপ্তিঃ গত ০৫ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১.৩০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুর মডেল থানাধীন দক্ষীন পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ০১টি ওয়ান শুটারগান, ০৪ টি কার্তুজ ও ০২ টি চাপাতিসহ আসামী মোঃ লিটন মোল্লা @ রাজা লিটন (৩৭) ও মোঃ জামাল হোসেন (৩৪) দ্বয়কে গ্রেফতার করা হয় এবং সে সময় কৌশলে কয়েকজন আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে মিরপুর মডেল থানায় গ্রেফতারকৃত আসামীসহ আরও কয়েকজনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৮/১২/২০২১ তারিখ ২০.১০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলায় নিন্মোক্ত ০১ জন এজাহার নামীয় পলাতক আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
ক। মোঃ নজরুল ইসলাম (২৮), জেলা- ঝালকাঠি।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী মোঃ নজরুল ইসলাম সহ তার অপরাপর আসামীরা দীর্ঘদিন যাবত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৪। গ্রেফতারকৃত আসামী’কে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাবের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।