প্রেস বিজ্ঞপ্তি ০৭/১২/২০২১ তারিখ আনুমানিক ৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় সরকার কর্তৃক ঘোষিত ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৭/১২/২০২১ ইং তারিখ ১৮.৪৫ ঘটিকায় উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৬,২০০ কেজি চাল, ৪,৫০০ কেজি আটা, ২৪০ টি ওএমএস খালি বস্তা, ০১ ডিজিটাল ওয়েট মেশিন এবং ০১ সেলাই মেশিনসহ নিম্নোক্ত ০১ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
(ক) মোঃ মামুন @ আব্দুস শুক্কুর কবিরাজ (৫০), জেলা- বরিশাল।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত কালোবাজারীতে টিসিবির চাল ও ডাল বিক্রয় করে আসছিলো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত টিসিবির নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ কালোবাজারি চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।