প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ৬ ১২ ২১ সোমবার সকাল ০৮:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ সাকিনস্থ ললুয়াপাড়ায় নিউ আল-আমিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সামনে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ ০৯:০০ ঘটিকার সময় নি¤œলিখিত মাদক ব্যবসায়ীকে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগে রক্ষিত তিনটি লোহার তৈরী মোটা পাইপের ভিতর কসটেপ দ্বারা পলিথিনে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৪৭০০ (চার হাজার সাতশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ জন-
মোঃ গাজী বিশ^াস (৩২), পিতা-মোঃ মালেক বিশ^াস, মাতা-মলিনা বেগম, সাং-পশ্চিম গারাখোলা, পোষ্ট-মধুখালী, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর।
বর্ণিত মাদক ব্যবসায়ীর নিকট হতে উদ্ধারকৃত মালামাল-
ক) ইয়াবা ট্যাবলেট-৪৭০০ (চার হাজার সাতশত) পিস
খ) মাদক বিক্রয়ের নগদ ৫,৩২০/- (পাঁচ হাজার তিনশত বিশ) টাকা।
বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছে।
উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।