September 14, 2024, 10:29 am

গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পর্শে মেধাবী ছাত্রের মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে আবুল কালাম আজাদ নামের মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিবের বাজার এলাকায় খেলার জন্য বৈদ্যূতিক তারে সংযোগ দেওয়ার সময় ওই ছাত্রের মৃত্যু হয়। সে হরিরামপুরের ক্রোড়গাছা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এবং গাইবান্ধা সরকারি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যাডমিন্টন খেলার জন্য আলোর ব্যবস্থা করতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। উপস্থিত অন্যরা দ্রুত তাকে উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসাকালীন আজাদ মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা