September 14, 2024, 10:19 am

শার্শার বাগআঁচড়ায় গাঁজাসহ এক বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে দুই কেজি ভারতীয় গাঁজাসহ মো. ওজিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে বাগআঁচড়া রাড়ীপুকুর গ্রাম থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী ওজিয়ার শার্শা থানার বাগুড়ী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

এদিকে শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া রাড়ীপুকুর এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা