January 24, 2025, 7:44 am

শিমরাইল হাইওয়ে পুলিশের অভিযানে এক পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

প্রতিনিধি :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের টি আই প্রশাসন মশিউর রহমাননের নেতৃত্বে সার্জেন্ট সনজয় দত্ত পরিবহনে চাঁদাবাজি করার সময় ইয়াসিন নামের এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে।এব্যপারে বাসের ড্রাইভার বাদি হয়ে সিদ্বিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ।

৪ ডিসেম্বর আনুমানিক ১১টার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড, শিমরাইল ট্রাক ষ্টান্ডের হাইওয়ে রাস্তার উপর থেকে চাঁদাবাজ বিরুদ্ধি অভিযান পরিচালনা করে ইয়াসিন (৪০) কে গ্রেফতার করে।

টি আই মশিউর রহমান জানান আসামী ইয়াসিনরা একটি চক্র দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় বাসের হেলপার ড্রাইভারদের গুরুতর আঘাত এবং ভয়ভীতি দেখিয়ে যোরপূর্বক প্রতি বাস থেকে দৈনিক ৫০, ১০০ টাকা করে পুলিশের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদাবাজ ইয়াসিনকে সিদ্বিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা