মান্নান খান, মতলব প্রতিনিঃ:মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তিন ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাড়ৈগাঁও গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে রবিউল (২৫) ও মনির ভূঁইয়ার ছেলে জহির ভূইয়া (২৬) এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক বিক্রির জন্য রবিউল তার পরিবার নিয়ে বাড়ৈগাঁও গ্রামের জনৈক শফিকের ঘর ভাড়া নিয়ে বসবাস করে। অভিযানের রাতে পুলিশ সেই ঘর থেকে তিন কেজি গাঁজাসহ তাদের দুজনকে হাতেনাতে আটক করে।
থানার ওসি জানান, আটককৃতদের মামলা হয়েছে, আজ (শনিবার) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।