September 8, 2024, 1:45 pm

মতলবে এক শিয়ালের কামড়ে আহত ১৭

মান্নান খান, মতলব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার আধারায় শিয়ালের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছে বলে জানা যায়।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে ওই গ্রামে এই ঘটনা ঘটে। পড়ে গ্রামবাসীরা শিয়াল মেরে ফেলে।

এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে আধারা গ্রামের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিন এর স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রী, আধারা উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড শাহজাহান, একই গ্রামের বাচ্চু মিয়া, মোবারক ও তার ছেলের বউ, শফিকের স্ত্রী, দুলাল প্রধানের স্ত্রী, মৃত কফিল উদ্দিনের হাজীর ছেলে শাহজাহান, দাউদকান্দি উপজেলার কানাচোয়া গ্রামের শরিফ প্রধানের স্ত্রী খাদিজা ও হাসানুর রহমানের স্ত্রী আম্বিয়া খাতুনসহ বেশ শিয়ালের কামড়ে আহত হন।
গুরুতর আহত মামুন ঢাকা ও মতিন তার স্ত্রী গৌরীপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ক্যাপশনঃ গ্রামবাসীদের হাতে মারা পড়া শিয়াল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা