রাজবাড়ী প্রতিনিধি: ক্ষনিকের জন্য হলেও ক্ষুধার রাজ্য থেকে মুক্তি দিয়ে বিজয়ের আনন্দকে উপভোগ করার চেষ্টা করতে, মহান বিজয় দিবস উপলক্ষে, রাজবাড়ীতে খাবার বিতরণ করেছেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার নেতৃবৃন্দরা।
শনিবার সকাল ১১:০০ ঘটিকার সময়, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায়, মহান বিজয় দিবস-২০২১ ইং উপলক্ষে মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক বন্ধু, আদম তমিজি হকের পক্ষ থেকে রাজবাড়ীতে অসহায় ছিন্নমূল ও ১০০ জন অসহায় মানুষের মাঝে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার আয়োজনে খাবার বিতরণ করেন।
এসময় মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি-শশী আক্তার ও সাধারণ সম্পাদক, পিয়াস জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি শেখ মমিন, রাজবাড়ী পৌর শাখার সিনিয়র, সহ- সভাপতি শফিকুল ইসলাম সোহেল, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি, মোঃ পিয়াস শেখ, সাংগঠনিক সম্পাদক- আবিদ হাসান ও রাজবাড়ী পৌর শাখার ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা প্রমুখ।