প্রেস বিজ্ঞপ্তি :গত ০৩ ডিসেম্বর শুক্রবার রাত ০০.১০ ঘটিকার সময় ফ্ল্যাট ও জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সজিব হোসেন লিংকন (২৮)’কে কাফরুল থানাধীন শেওড়াপাড়া এলাকায় অজ্ঞাতনামা আসামিরা পেছন থেকে গুলি করে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সংক্রান্তে ভিকটিমের পিতা মোঃ জিয়াউল হোসেন (৫৩) বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ফলশ্রুতিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে।
৩। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের সহায়তায় জানা যায় যে প্রধান সন্দেহভাজন ও মামলার এজাহার নামীয় আসামী কাফরুল থানাধীন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৪ ডিসেম্বর ২০২১ তারিখ ১৪.৩০ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার প্রধান সন্দেহভাজন ও মামলার এজাহারে উল্লেখিত নিন্মোক্ত আসামী’কে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ
ক। আরিফুজ্জামান বাবু @ গ্রীল বাবু (৪১), জেলা-ঢাকা।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফ্ল্যাট ও জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র পূর্ব বিরোধের জেরে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে।
৫। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সন্ত্রাসীর বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।