প্রেস বিজ্ঞপ্তি :র্যাব-৪ এর একটি আভিযানিক দল অদ্য ০৩ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন নবীনগর-সাভার মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজা, ০১ টি পিকআপ, মাদক বিক্রিত নগদ ৬৪০/- টাকা এবং ০২ টি মোবাইলসহ নিম্নোক্ত ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়ঃ
১। মোঃ রিয়াদ আহমেদ পাপ্পু (২৫), জেলা- ব্রাহ্মনবাড়িয়া।
২। মোঃ রনি মিয়া (২২), জেলা- ব্রাহ্মনবাড়িয়া।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে এনে সাভার, ধামরাইসহ ঢাকা জেলার আশেপাশের এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।
৪। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।