September 19, 2024, 6:34 am

র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর দক্ষিণখান এবং কুষ্টিয়া জেলা হতে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ০৫ সক্রিয় সদস্য গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি* গত ০২ ডিসেম্বর বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া এর একটি আভিযানিক দল র‌্যাব কর্মকর্তা পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে কুষ্টিয়ার স্থানীয় দুই যুবকের কাছে অর্থ নেওয়ার অভিযোগে ০৩ জন ব্যক্তি ১। মোঃ তাজন হোসেন (৩২), পিতা-মোঃ বদিয়ার হোসেন, জেলা-মাগুড়া, ২। মোঃ সাইফুল ইসললাম শেখ (৩০), পিতা-মোঃ আরব আলী, জেলা-মাগুড়া, ৩। মোঃ সাবান আলী (৬৮), পিতা-মৃত শামসুদ্দিন, জেলা- কুষ্টিয়া’দেরকে আটক করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম এর কাছ থেকে র‌্যাবের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

৩। জিজ্ঞাসাবাদে মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাজন হোসেন স্বীকার করে যে, প্রতারণা পূর্বক চাকুরি প্রত্যাশী যুবকদের নিকট হতে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা ভুয়া র‌্যাব কর্মকর্তা সেজে এধরণের কাজ করতো। সাইফুল ইসলাম নিজেকে র‌্যাব-৪ এর অধীনে সাভার ক্যাম্পে কর্মরত ক্যাপ্টেন শাহরিয়ার ইসলাম এবং মোঃ তাজন হোসেন নিজেকে র‌্যাব-১২ এ কর্মরত মেজর মশিউর রহমান নামে নিজেদের পরিচয় দিত। কুষ্টিয়ার স্থানীয় একজন ঘটক মোঃ সাবান আলীকে সাইফুল ইসলাম চাকুরি প্রার্থী সংগ্রহের কাজে ব্যবহার করতো। জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করে যে, ঢাকার আশকোনাতে অবস্থিত একটি কম্পিউটারের দোকান থেকে সে র‌্যাবের ভুয়া আইডি কার্ড তৈরি করেছে।

৪। এরই ধারাবাহিকতায় ০২ ডিসেম্বর ২০২১ ইং তারিখ দিবাগত রাতে র‌্যাব-১ এর সহায়তায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প এর অভিযানিক দল ঢাকার দক্ষিণখান থানার আশকোনায় অবস্থিত একটি কম্পিউটার দোকান থেকে র‌্যাবের ভুয়া আইডি তৈরীতে পারদর্শী ১। এসএম জাহিদুল ইসলাম (২৮) ও কাজী শাহীন (৩০) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কম্পিউটারে রক্ষিত র‌্যাবের ভুয়া আইডি কার্ড ও সেনাবাহিনীতে ভর্তির নিয়োগপত্র জব্দ করা হয়।

৫। উল্লেখ্য, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছে। এরপর সে দীর্ঘ ১১ বছর হা-মীম নামক একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে নিরাপত্তা বিভাগে চাকুরি করেছে। করোনা মহামারীর সময় গার্মেন্টস কারখানা হতে চাকুরিচ্যুত হওয়ার পর সে এই পেশায় জড়িত হয়েছে বলে জানায়। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে দুইজন যুবকের কাছ থেকে ১৫ লক্ষ টাকা গ্রহণের পর ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে মাগুড়া জেলার শ্রীপুর থানায় একটি মামলা চলমান আছে, যার নাম্বার-২১২/২০২১, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২১, ধারা-৪০৬/৪২০/৪৭৩/৪৬৮/৪৬৭/৪৭১/৫০৬(২)/১১৪।

৬। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা