প্রেস বিজ্ঞপ্তি:র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা ব্রীজ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক হেরোইন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল ০২/১২/২০২১ তারিখ ৮.৩০ ঘটিকায় উক্তস্থানে অভিযান পরিচালনা করে সন্দেহ ভাজন ক। মোসাঃ হালিমা (৪৮), স্বামী মোঃ আঃ করিম, ঢাকা, খ। মোসাঃ শাহিদা আক্তার মমতাজ (৪৪), স্বামী মোঃ হাফিজ উদ্দিন,ঢাকাদের’কে আটক করে। আটককৃতদের মহিলা র্যাব সদস্য দ্বারা তল্লাশীকালে তাদের সাথে থাকা ভ্যানিটী ব্যাগের ভিতরে লুকায়িত সিগারেটের ফয়ের পেপারে মোড়ানো ১৩১৫ পুরিয়া (২৩৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। আসামীদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।