September 14, 2024, 11:38 am

কেশবপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ ১৪ জন গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা): কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত এক আসামীসহ ওয়ারেন্টভূক্ত ১৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন এঁর দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমানের তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বসু, আবু বাক্কার, আজিজুর রহমান, হাসান মাহমুদ, অনিমেষ সরকার, লিখন সরকার, তাপস কুমার রায়, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, ফিরোজ হোসেন, মনিরুজ্জামান, মুক্তার হোসেন, সমরেশ, তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামী বাউশলা গ্রামের মুজিবুর মোড়লের ছেলে আলমগীর হোসেন (৪০) এবং ওয়ারেন্টভূক্ত বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মফেজ গাজীর ছেলে হাবিবুর রহমান (৪৫), হাবিবুরের স্ত্রী শহর বানু (৪০) ও তাদের ছেলে আলম গাজী (২৫), ব্যাসডাঙ্গা গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী সাবিনা বেগম (৬০), তার ছেলে রবিউল ইসলাম (৩৯), রবিউল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩৬), সানতলা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মাহাতাব হোসেন (৪৬), রেজাকাটি গ্রামের তয়েজ সরদারের ছেলে সিরাজুল ইসলাম (৩৫), টিটাবাজিতপুর গ্রামের আঃ মজিদ সরদারের ছেলে আলমগীর হোসেন (৩৮), কাকিলাখালি গ্রামের রনজিৎ কুমারের ছেলে দেবাশিষ দাস (৪৫), পাথরা গ্রামের হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০), মোমিনপুর গ্রামের শামছুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৪২) ও মঙ্গলকোর্ট গ্রামের মোক্তার আলীর স্ত্রী রোকেয়া বেগমকে (৫৫) গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত এক আসামী সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা