মান্নান খান, মতলব দক্ষিণ, চাঁদপুরঃ মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ প্যাথলজির নারী দালালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্মমান আদালত । ২ ডিসেম্বর দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাপ কায়ছার হিমেল,
স্যানেটারী ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম ও পুলিশ সদস্যগন ।
নারী দালালরা হলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জাহানারা বেগম, নোভা ডায়াগনস্টিক সেন্টারের হাজেরা আক্তার ইভা,হজরত শাহ জালাল ডায়াগনস্টিক সেন্টারের শামিমা আক্তার, ফরিদা আক্তার, ইমু আক্তারসহ ৫ জনকে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযান চলাকালীন সময় সাধারন মানুষ বলেন এদের চেয়ে বেশি সমস্যা তৈরি করে ডাক্তার ও প্যাথলজির মালিকগন। তাদের বিরুদ্ধেও এধরনের অভিযান পরিচালনা প্রয়োজন। আমাদের প্রশাসন সেদিকে নজড় দিলে উপকৃত হবে সাধারণ রোগীর ন্বজনেরা