প্রেস রিলিজ: র্যাব-১১, মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু এএসপি সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান। মাদকের একটি বড় চালান নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ীরা কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ০১ ডিসেম্বর বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। উক্ত চেকপোষ্টে বিভিন্ন পরিবহন তল্লাশীর এক পর্যায়ে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি পিকআপ তল্লাশী করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ রবিন মিয়া (২২) এবং ২। মোঃ আলমগীর মিয়া (২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রবিন মিয়া নারায়ণগগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার আঃ হামিদের ছেলে এবং অপর আসামী মোঃ আলমগীর মিয়া কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানাধীন জিকুরজোরা এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে। গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক পাচার কারী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপযোগে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।