October 4, 2024, 2:59 pm

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেশবপুরে প্রস্তুতিমূলক সভা

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে মহান বিজয় দিবস-২০২১ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়া রাসেল, খেলা ঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, অধ্যাপক মশিউর রহমান প্রমুখ।
সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায উদযাপন ও শহীদ বুদ্বিজীবী দিবস পালন উপলক্ষে বিস্তারিত আলাচনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা