September 10, 2024, 11:44 am

মতলবে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-৪ অদক্ষ চালকের বেপরোয়া গতিই দূর্ঘটনার কারন দাবি স্বজনদের

আব্দুল মান্নান খানঃ মতলবে পৃথক পৃথক দূর্ঘটায় আহত হয়েছে চারজন। গতকাল মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী ভিবাগ হতে এই তথ্য পাওয়া যায়।। হাসপাতাল সূত্রে জানাযায়, ১ডিসেম্ব সকালে মতলব পেইন্নাই সড়কের কপি হাউসের সামনে মঙ্গল খান (৭০) ও সন্ধায় পানির টাঙ্কির কাছে দশপাড়া এলাকার কামালের মেয়ে মিতু রাস্তার পাশে দাড়িয়ে থেকেও ভ্যানগাড়ীর চাপায আহত হয়।
এছাড়াও মতলব উত্তর উপজেলার অলিপুরের খোরশেদের ছেলে লিমন, এবং মতলব পশ্চিম বাইশপুর এলাকার প্রিয়লালের স্ত্রী রেনু বালা গুরুতর আহত হয়। আহত সবাই মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে চিকিৎসা নেয়।
আহত ও তাদের স্বজনদের দাবী সড়কে অদক্ষ চালকদের বেপরোয়া গতিই দূর্ঘটনার কারন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা