September 19, 2024, 7:52 am

নারায়ণগঞ্জে দৈনিক ভোরের চেতনার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আইন পেশায় সম্মাননা পেলেন এডভোকেট মনির হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি।। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নারায়ণগঞ্জে বেশ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে পত্রিকাটির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মিঠুন এর ব্যাক্তিগত উদ্যোগে কেক কাটা,গুনীজন সম্মাননা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত নবাবী চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মিঠুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান পিপিএম(বার), নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ ইফতেখার আলম খোকন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন,জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য এডভোকেট মনির হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য বিল্লাল হোসেন রবিন, বিশিষ্ট সমাজ সেবক মোস্তফা কামাল,সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান,নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সহ সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ শফিকুল ইসলাম আরজু, মাই টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন,ওয়ার্কিং জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ শাওন,বিশিষ্ট নারী উদ্যোক্তা ও নারী সমাজকর্মী স্বর্নালী আক্তার,বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হক,আলোর ধারা সম্পাদক মোঃ আসলাম মিয়া, দৈনিক সকাল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাদ্দাম হোসেন মুন্না, ঢাকা নিউজ অনলাইন পোর্টাল সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি,সাংবাদিক রাশেদুল কবির অনু খান, অপু রহমান,আল আমিন,সোনালী, সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মাই টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্কিং জার্নালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ শাওন, আইন পেশায় বিশেষ অবদান রাখায় জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য এডভোকেট মনির হোসেন,জনসেবায় বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন,সাহিত্যে বিশেষ অবদান রাখায় মোঃ শফিকুল ইসলাম আরজু, একজন সফল নারী উদ্যোক্তা স্বর্ণালী আক্তারকে গুণীজন সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা