প্রেস বিজ্ঞপ্তিঃ গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নভেম্বর ২০২১ তারিখ সকাল ১৪.৩০ ঘটিকার সময় র্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে *প্রায় চল্লিশ লক্ষ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা* এবং ০৬ টি মোবাইলসহ নিম্নোক্ত ০৪ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
(ক) মোঃ শাহজাহান মিয়া (৩০), জেলাঃ হবিগঞ্জ।
(খ) মোঃ রমজান মিয়া (২৮), জেলাঃ নারায়নগঞ্জ।
(গ) মোঃ সোহাগ (২৬), জেলাঃ ঢাকা।
(ঘ) মোঃ শাহিন (২৮), জেলাঃ ঢাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো ।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।