গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার প্রখ্যাত শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুর্গাপদ ভট্টাচার্য (মানিক ভট্টাচার্য) স্মরণে গতকাল মঙ্গলবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। নাগরিক মঞ্চ এই শোকসভার আয়োজন করে।
সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে সাংবাদিক আরিফুল ইসলাম বাবুর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন অধ্যাপক মাজহারউল মান্নান, কবি সরোজ দেব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য নিয়াজ রহমান লোটন, প্রয়াতের পরিবার ও স্বজনের পক্ষ থেকে তন্ময় লাহিড়ী, সৌমেন ভট্টাচার্য প্রমুখ।
এরআগে প্রয়াত দুর্গাপদ ভট্টাচার্যের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য, দুর্গাপদ ভট্টাচার্য গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি প্রখ্যাত সেতার শিল্পী, ক্রিকেটার, আ¤পায়ার ও হোমিও চিকিৎসক ছিলেন। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তিনি পরলোকগমন করেন।