গতকাল ২৯ সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকায় রাজধানীর রামপুরায় অনাবিল
পরিবহনের একটি বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন এর নির্মম মৃত্যু
হয়। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশব্যাপী চাঞ্চল্যের তৈরি হয়। এর প্রেক্ষিতে র্যাব উক্ত
ঘটনায় ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৩। এরই ধারাবাহিকতায়, ৩০ নভেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর অভিযানে
রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড এলাকা হতে ঘাতক বাসের হেল্পার মোঃ চান মিয়া (৪২), ডামুড্ডা,
শরিয়তপুর কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘাতক বাসের হেল্পার বলে স্বীকার করে।
৪। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদের জানা যায়, অতিরিক্ত গতির কারণে উক্ত দূর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনার
পর সে দুর্ঘটনাস্থল হতে পলায়ন করে এবং ঢাকার বাহিরে আত্মগোপনের উদ্দেশ্যে সে সায়দাবাদ বাস স্ট্যান্ড
এ গমন করে।
৫। গ্রেফাতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।