শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াব্যক্তিত্ব শেখ আবু বককর সিদ্দিক বাবু’র ১৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার দুপুরে পরিবারের উদ্যোগে শহরের বালিয়াডাঙ্গা মরহুমের নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মরহুমের একমাত্র ছেলে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুল কেশবপুর শিশু সদন (এতিম খানা) ও বালিয়াডাঙ্গা মারকাজুল উলুম মাদ্রাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ নভেম্বর ৬৫ বছর বয়সে সমাজসেবক ও ক্রীড়াবিদ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা মাওলানা আব্দুস সাত্তার।