September 11, 2024, 8:20 pm

র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল এবং ৫০ কেজি গাঁজা উদ্ধার॥

র‌্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মাদক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ সকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর এলাকায় অভিযান পরিচালনা করে। কতিপয় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী চক্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা মাদকদ্রব্য ফেনসিডিলভর্তি ০১টি ব্যাগ ফেলে রেখে কৌশলে পলায়ন করে। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি তল্লাশী করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই তারিখ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজ এর পশ্চিম প্রান্তে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় আরও ০৩টি বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধারনা করা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী চক্রটি তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ফেলে রেখে পালিয়ে গেছে। উল্লিখিত ঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী চক্রটিকে সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১১ নিবিড় গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

৩। উল্লিখিত উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য যথাক্রমে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা ও নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা