September 10, 2024, 11:32 am

মতলব দক্ষিণ উপজেলার চার ইউনিয়নে আজ ভোট

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার ইউনিয়ন পরিষদে আজ রবিবার ( ২৮ নভেম্বর)
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে ১৭ জন আনসার ও ৪ জন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে র্যাব ১১ এর সদস্যরা। এছাড়াও চার ইউনিয়নে দুই প্লাটুন বিজিবি মোতায়ন আছে।

নির্বাচনে ৩৯ টি কেন্দ্রের ২শত ১৭ টি কক্ষে অতিরিক্ত বুথসহ ২শত ৪৫ টিতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার আগেই নির্বাচনের সরঞ্জাম প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে। নির্বাচনে চার ইউনিয়নে মোট ১শত ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও ভোট গ্রহণের আগেই এক চেয়ারম্যান ও তিনজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

তথ্যমতে, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয় জন এবং সাধারণ সদস্য পদে ২৫ জন। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন। উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিন জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন। উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান শহীদউল্লাহ প্রধান। এই ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৪৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৭১৭ এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৩৩০ জন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা