২৬ নভেম্বর শুক্রবার আনুমানিক ৭:৩০ ঘটিকায় র্যাব-১০ একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত ইজি বাইক ছিনতাই করার অপরাধে ছিনতাইকারী চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আবুল কাশেম (৩৫) ও ২। দিপালী @ শাহিনুর (২৪) বলে জানা যায়।
৩। গত ইং ২৬/১১/২০২১ তারিখ আনুমানিক সকাল ১০.২০ ঘটিকায় আসামী ১। মোঃ আবুল কাশেম (৩৫) ও ২। দিপালী @ শাহিনুর (২৪) স্বামী-স্ত্রীর পরিচয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর ষ্টান্ড হতে বাঘাপুর যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইক চালক মোঃ মন্টু মিয়া (৪৫) এর ইজ বাইকটি রিজার্ভ ভাড়া করে। ইজিবাইক চালক গ্রেফতারকৃত তাদের নিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর স্কুল এন্ড কলেজের সামনে পৌছালে পবিকল্পনা মোতাবেক আসামী মোঃ আবুল কাশেম (৩৫) নিজেকে ডিবি পরিচয় দিয়ে ইজিবাইক থেকে নেমে যায়। ইজিবাইক চালক পুনরায় ভাড়া চাইলে ঘটনাস্থলে দাড়িয়ে থাকা আসামী মোঃ ওমর ফারুক (৬০) ডিবির জ্যাকেট পরিহিত অবস্থায় এসে নিজেকে ডিবির উর্দ্ধতন কর্মকর্তা হিসাবে পরিচয় দেয়। পরবর্তীতে আসামী আবুল কাশেম তার সাথে থাকা খেলনা পিস্তল দিয়া ভয়ভীতি দেখিয়ে ব্যাটারি চালিত ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইজি বাইক চালককের ডাক চিৎকারে আশপাশের লোকজন সেখানে সমবেত হয়ে র্যাব-১০ কে জানায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত এলাকা হতে ইজিবাইক ছিনতাইকারী ১। মোঃ আবুল কাশেম (৩৫) ও ২। দিপালী @ শাহিনুর (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ ওমর ফারুক (৬০) কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২ সেট নকল ডিবি পোশাকের জ্যাকেট, ০১টি প্লাষ্টিকের খেলনা পিস্তল, ০১ টি ভূয়া পুলিশ আইডি কার্ড, ০১ টি ওয়াকিটকি সেট, ০১টি ষ্টীলের হ্যান্ডক্যাপ জব্দ করা হয়।
৪। পরবর্তীতে র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক ২০.১৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার রাশেদ এর অটো গ্যারেজে অভিযান পরিচালনা করে বিভিন্ন রংয়ের ০৯টি ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইক ও ০১টি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করে।
৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবত কেরাণীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত ইজিবাইক ছিনতাইর করত বলে জানা যায়। একই প্রক্রিয়ায় আরও ১৫/২০ টি ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে বলে জানায়। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায় যে, তারা এসব ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইকগুলো দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার রাশেদ এর অটো গ্যারেজে লুকিয়ে রাখত এবং পরবর্তীতে ইজিবাইক মালিকদের সংবাদ দিয়ে ২০/২৫ হাজার টাকার বিনিময়ে ফিরিয়ে দিত। যারা টাকা দিতে পারত না তাদের ইজি বাইকের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে অন্যত্র বিক্রি করে দিত বলে জানা যায়।
৬। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।