প্রেস বিজ্ঞপ্তি:“মা ইলিশ সংরক্ষন অভিযান-২০২১” -এ মৎস্য সম্পদ রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তের আক্রমনে বাংলাদেশ পুলিশের নৌ পুলিশে কর্মরত আহত কনস্টেবল মোঃ কবির হোসেন মৃত্যুবরণ করেছেন।
মুন্সীগঞ্জের সদর থানাধীন চরআব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় গত ২১ অক্টোবর পুলিশের সঙ্গে স্থানীয় জেলেদের সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্য কং/৯৩২ মোঃ কবির হোসেন গতকাল(২৪.১১.২০২১খ্রি:, বুধবার) রাত ১১.৫০ঘটিকায় মৃত্যুবরণ করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
তিনি রাজধানীর আগারগাঁও এ অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ০১মাস ০৩ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মোঃ কবির হোসেন গত ১৭/০৯/১৯৭৯ খ্রিঃ তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে দীর্ঘ ২০ বছর ২ মাস সুনামের সহিত চাকুরী করেছেন। তিনি পটুয়াখালীর জেলার বাউফল থানাধীন রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক কন্যা এবং এক পুত্র সন্তান রেখে যান।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে অফিসার ও ফোর্সসহ ১১সদস্যের একটি দল মুন্সীগঞ্জের সদর থানাধীন চরআব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১খ্রি:” পরিচালনার সময় স্থানীয় (আনুমানিক) ২০০/২৫০ জন জেলে কর্তৃক ইট, পাটকেল, বৈঠা,লাঠি দ্বারা অতর্কিত হামলা চালায়। এ সময় নৌ-পুলিশের পাঁচজন(০৫) সদস্য গুরুতর আহত হয়। আহতদের মধ্যে চারজন (০৪)কে মুন্সীগঞ্জের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয় এবং গুরুতর আহত কনস্টেবল /৯৩২কবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইন্সিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা এবং সরকারী কাজে বাধাদানের অভিযোগে মুন্সীগঞ্জের সদর থানায় একটি পুলিশ এ্যাসল্ট মামলা করা হয়েছে।দেশের মৎস্য সম্পদ রক্ষাৎ করতে এই অকুতোভয় সৈনিক নিজেকে উৎসর্গ করেন। নৌ পুলিশ পরিবারের প্রতিটি সদস্য তার এই অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত।