April 20, 2024, 8:08 am

র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি শুভ সূচনা অনুষ্ঠান।

র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল র‌্যাব সদস্যদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে তোলার জন্য
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুষ্ঠুও যুগোপযোগী প্রশিক্ষণ র‌্যাব সদস্যদেরকে নিজ নিজ ব্যাটালিয়নে
আভিযানিক ও অন্যান্য কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে। এলিট ফোর্সের সদস্যদের
পেশাগত দক্ষতার মান বৃদ্ধি করার লক্ষ্যে র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের সার্বিক তত্ত¡াবধানে ২৩ নভেম্বর ২০২১
তারিখ (মঙ্গলবার) ১১৪৫ ঘটিকায় র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি শুভ সূচনা অনুষ্ঠানের
আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব মোস্তাফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন চৌধুরী
আবদুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম, মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস এবং অতিরিক্ত সচিব, জননিরাপত্তা
বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এডিজি (অপারেশনস্), এডিজি (এ্যাডমিন), জিএমপি কমিশনার, অতিরিক্ত
কমিশনার (জিএমপি), র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর সকল পরিচালকগণ, ঢাকা¯’ র‌্যাব ব্যাটালিয়ন সমূহের
অধিনায়কগণ, ডিসি (গাজীপুর), এসপি (গাজীপুর) এবং অন্যান্য অফিসার্সবৃন্দ উপ¯ি’ত ছিলেন। উক্ত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম (বার), পিপিএম, কমান্ড্যান্ট,
র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল।
২। র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর সার্বিক নির্দেশনায় এবং র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের সার্বিক তত্ত¡াবধানে
আয়োজিত র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি শুভ সূচনা অনুষ্ঠানে রাইফেল ও পিস্তল
ফায়ারিং এবং র‌্যাব স্পেশাল ফোর্স কর্তৃক প্রদর্শিত হাউজ ক্লিয়ারেন্স ড্রিল এবং জিম্মি উদ্ধার মহড়া অবলোকন
করেন।
৩। পরিশেষে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব মোস্তাফা কামাল উদ্দীন মহোদয়
র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলের সার্বিক তত্ত¡াবধানে আয়োজিত র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুলে ফায়ারিং রেঞ্জে মাস্কেট্রি
শুভ সূচনা অনুষ্ঠানে অংশগ্রহন শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে গমন করেন।
ডেপুটি কমান্ড্যান্ট
র‌্যাব ফোর্সেস ট্রেনিং স্কুল

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা