প্রেস বিজ্ঞপ্তিত :২৩ নভেম্বর মঙ্গলবার আনুমানিক ১০:০০ ঘটিকা হতে ৮:৩০ পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও ভেজাল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে সিটি ইলেক্ট্রিকাল নগদ- ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, বাঁধন কসমেটিক্সকে নগদ- ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা, হালিম কসমেটিক্সকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ও হালিম কসমেটিক্সকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে ০৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট= ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা মূল্যের বৈদ্যুতিক তার জব্দ করা হয় এবং আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ভেজাল কসমেটিক্স ধ্বংস করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন বৈদ্যুতিক তার ও ভেজাল কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল বলে জানা যায়।