September 13, 2024, 2:23 pm

২৫ লক্ষ টাকার হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

প্রেস বিজ্ঞপ্তিত: ২৩ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ০১:৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পোস্তগোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকা মূল্যের ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মহিউদ্দিন (৩০) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা